দাহ
জয় গোস্বামী
শরীর তো আছে।কিন্তু শরীরের মধ্যে আর অস্থিগুলি নেই।
নরম উলের বল গড়িয়ে চলেছি
পা দিয়ে যে দিকে মারবে,সেদিকেই যাব
অগ্নিকুন্ডে গিয়ে পড়লে হতভম্ব বসে থাকব।বলব না : জ্বলেছি।
নরম উলের বল গড়িয়ে চলেছি
পা দিয়ে যে দিকে মারবে,সেদিকেই যাব
অগ্নিকুন্ডে গিয়ে পড়লে হতভম্ব বসে থাকব।বলব না : জ্বলেছি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন