এখন সময় নয় কথার বুলেটে কাচ ভাঙা
এখন সময় নয় কাব্যের খই দিয়ে রাঙা
এখন সময় হলো রক্তের বদলা রক্তের
এখন সময় হলো সশস্ত্র যুদ্ধের

এখন-

যখন চাদ্দিক ছেয়ে আছে ঘাতকের নিঃশ্বাস
বিচারবিহীন এক অবিচারী ত্রাস
ভিনদেশেী বীর্যের ইশারায় দেশীয় কুকুরছানা
খুঁজে ফেরে স্বপ্নের হাড়
ওসমান হাদি ভাই বুলেটবিদ্ধ আর
আততায়ী পালতক শেমিজের তলে
যখন রাষ্ট্র নিজেই যেনো বা খুনি
অপর এক রাষ্ট্রের দাস
তখন সশস্ত্র যুদ্ধের খুব প্রয়োজন

তখন-

এখনই সময় মৃত্যুকে চুমু দিয়ে
জন্মের স্বাদ নিতে রাজপথে নামি
কথা নয়
বিপ্লব জ্বেলে দি অস্ত্রগন্ধময়
জুলাই আসুক নেমে
এদেশে শোভা পাক সার্বভৌমত্বময়
এক অথই আগামী

পরে পড়বো
৪৬

প্রকাশিত মন্তব্য গুলো

  1. অসাধারণ বিপ্লবী কণ্ঠস্বর

মন্তব্য করতে ক্লিক করুন