আমি যখন শহিদ হাদি চত্বরে যাই
চাদ্দিক চিকচিক করছে রোদ্দুর
জনসমুদ্রে ব্যাপক স্লোগান –
আমরা সবাই হাদি হবো
গুলির মুখে কথা কবো
আগুনমুখর হাদি চত্বরের প্রতিটি মানুষ
মৃত্যুর মিছিলে হাদি হতে চায়
কারণ মানচিত্রে আধিপত্যের ছোবল
এই ছোবল থেকে মুক্তি-লড়াইয়ে
অগ্রনায়ক শরিফ ওসমান হাদি
আমি যখন হাদি চত্বরে যাই
তখন সমগ্র বাংলাদেশ হাদি হয়ে গেছে

রাত পোহাবার দেরি নেই পাঞ্জেরি

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন