তেনারা এসেছিলেন
অমুককে চেয়ারে বসালেন
তেনারা এসেছেন
তমুককে চেয়ারে বসাবেন
আবারও আসবেন
এসে তমুককে সরিয়ে
আবার অমুককে বসাবেন
তেনারা যেভাবে চাইবেন
সেভাবেই চলবে বসাবসি
করাকরি মরামরি
হায় আমাদের কোনো লিঙ্গ নেই
কেবল যোনি আছে

পরে পড়বো
৭৭

প্রকাশিত মন্তব্য গুলো

  1. আপনার কবিতার প্রেক্ষাপট বোধগম্য কিন্তু বুঝি না পুরুষতান্ত্রিক সমাজ আজো কাপুরুষ কাউকে বোঝাতে কেন নারীর যোনি কিংবা চুড়ি-শাড়ি এইসবশব্দ ব্যবহার করে?
    পুরুষকে হেয় করতে কেন সবসময় নারীর শারীরিক বিষয় বা পোশাকপরিচ্ছদ কে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন?
    ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতিকে প্রকাশ করতে নারী বা পুরুষ
    কে নির্দিষ্টভাবে কলম চালিয়ে তীরবিদ্ধ করুন তবে সামগ্রিকভাবে বা রাজনৈতিক বা দেশাত্মবোধের ক্ষেত্রে নারীর কোনোকিছু ব্যবহার করে হেয় প্রতিপন্ন করবেন না।

    1. আপনার সংগে সহমত।শতভাগ সঠিক বলেছেন।

মন্তব্য করতে ক্লিক করুন