কত যে পলাশ ফোটে, টের পাই।
পলাশের দিকে যাওয়া মানে অনন্ত গ্রীষ্মের দিকে চলে যাওয়া।
তবু ভাবি পলাশের স্তব্ধতার দিকে যাওয়া যাবে—
পলাশের দিগন্তের দিকে যাওয়া যাবে একদিন।
প্রতিটি যাওয়ার আছে অবসাদ, ঘুম, বিচ্ছিন্নতা
প্রতিটি যাওয়ার মর্মে পরিচয়হীনতা রয়েছে, তার পাশে
পলাশের নিজস্ব নিয়ম।
যাওয়া-না-যাওয়ার ব্যবধানে কত যে পলাশ ঝরে যায়।
১৭

মন্তব্য করতে ক্লিক করুন