কবিতা - আজি জীর্ণ আমার কাব্য কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা হায় রে, আজি জীর্ণ আমার কাব্য পুঁথি যৌবনের! ধুলায় লুটায় ছিন্ন ফুলের পাপড়িগুলি বসন্তের। কখন এসে গেলি উড়ে, রে যৌবনের বিহঙ্গম! জানতে পেরে কাঁদছি যখন হয়ে গেছে দেরি ঢের! ♥ ০ পরে পড়বো ৭৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন