বোলো না বোলো না ওলো সই
আর সে কথা।
ভোমরা চপল-মতি
ফিরে সে যথা তথা।।
তরু কি লতার কাছে
এসে কভু প্রেম যাচে,
তরু বিনা নাহি বাঁচে
অসহায় লতা।।
ভুলিতে যার নাই তুলনা,
সখী তার কথা তুলো না,
প্রাণহীন পাষাণে গড়া
সে যে দেবতা।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন