কাজী নজরুল ইসলাম

কবিতা - ধীরে যায় ফিরে ফিরে চায়

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

ধীরে যায় ফিরে ফিরে চায়
চলে নব অভিসারে ভীরু কিশোরী,
ওঠে পাতাটি নড়লে সে চমকে।।

হরিণ-নয়নে সভয় চাহনি
আসিছে কে যেন দেখিবে এখনি,
পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে,
আপন ছায়া হেরি ওঠে গা ছমকে।।

‘চোখ গেল, চোখ গেল’ ডাকে পাপিয়া
শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া,
হায়, যার লাগি এত, কোথায় সে
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে,
বনে ফুল-ঝরার আওয়াজে দাঁড়ায় সে থমকে।।

পরে পড়বো
১০৩
মন্তব্য করতে ক্লিক করুন