কবিতা - দরবেশ- আমার সামনে এল কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা দরবেশ- আমার সামনে এল ফিরে তোমার সেই বিরহ, বুকের কাঁটা-ঘায়ে যেন নুনের ছিটে দুর্বিষহ। ভয় ছিল যে, তোমার থেকে আর কিছুদিন রইব দূরে, দেখছি শেষে আসল্ আবার সেই অশুভ দিন অ-বহ।। ♥ ০ পরে পড়বো ১২১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন