মাওলা আমার সালাম লহ এ সংসারের কাজে।
দীন-দুনিয়ার দুই কাজে মোর থেক হিয়ার মাঝে॥

কাজা করে নামাজ রোজা
না বই যেন পাপের বোঝা
দুনিয়াদারী ভুলে যেন দাহি’ দুঃখ-লাজে॥

সঞ্চিত দৌলতের কিছু দান
জাকাতে যেন ফের-
দান করে মোর সব না হারাই,
শক্তি রেখো দানে।

কোরান হ’তে নীতি নিয়ে,
কাজে যেন দেই বিলিয়ে-
যেন কাবার পথে হই বিবাগী মোসাফিরের সাজে॥

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন