কাজী নজরুল ইসলাম

কবিতা - ঘূর্ণমান ঐ কুগ্রহ-দল

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

ঘূর্ণমান ঐ কুগ্রহ-দল- সদাই যারা ভয় দেখায়-
ঘুরছে ওরা ভোজবাজির ঐ লণ্ঠনেরই ছায়ার প্রায়।
সূর্য যেন মোমবাতি আর ছায়া যেন পৃথ্বী এই,
কাঁপছি মোরা মানুষ যেন প্রতিকৃতি আঁকা তায়।

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন