কবিতা - জাগো জাগো পোহাল রাতি কাজী নজরুল ইসলাম গান জাগো জাগো, পোহাল রাতি। গগন-আঙনে ম্লান চাঁদের বাতি। পোহাল রাতি।। মধুমাছি মধু বোলে, ফুলমুখী ঘুম ভোলে, শরমে নয়ন খোলে শয়ন-সাথি। পোহাল রাতি।। সলিল লুটায় ঘটে বধূর বুকের তটে, বাজে বাঁশি ছায়া-বটে আবেশে মাতি। পোহাল রাতি।। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন