কাজী নজরুল ইসলাম

কবিতা - কেরানি আর গোরুর কাঁধ

কাজী নজরুল ইসলাম

কেরানি আর গোরুর কাঁধ
এই দুই-ই সমান দাদা।
এক নাগাড়ে জোয়াল বাঁধা
টানছে খেয়ে নুন আদা।।

দুইজনে যা জাব্‌না পায়
দশগুণ তার নাদ্‌না খায়,
হটর হটর টানছে গাড়ি
মানে নাকো জল কাদা।।

দুইজনাতে কথায় কথায়
পাঁচন-গুঁতো ন্যাজ মলা খায়,
ছ্যাকড়াটানে বোঝাও বহে
কভু ঘোড়া কভু গাধা।।

বড়ো সায়েব আর গাড়োয়ান
দুই স্যাঙাৎই এক সমান,
হতে নাহি পারে হবেও নাকো
এমন সম্বন্ধ পাতান,
গরিবের বৌ বউদি সবার
বলে নে বাপ, নেই বাধা।।

পরে পড়বো
১৪০
মন্তব্য করতে ক্লিক করুন