কবিতা - কুন্তলেরই পাকে প্রিয়ার- কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা কুন্তলেরই পাকে প্রিয়ার- আশয় খোঁজে আমার পরান। অভিশপ্ত এই জীবনের কারার থেকে চায় যেন ত্রাণ। “কী দেবে দাম” শুধায় তাহার দেহের গেহের রূপ-দুয়ারী প্রিয়ার ভুরুর তোরণ-তলে পরান দিলাম নজরানা-দান।। ♥ ০ পরে পড়বো ৮৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন