কবিতা - কুঁড়িরা আজ কার্বা-বাহী কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা কুঁড়িরা আজ কার্বা-বাহী বসন্তের এই ফুল-জলসায়। নার্গিসেরা দল নিয়ে তার পাত্র রচে সুরার আশায়। ধন্য গো সে-হৃদয়, যে আজ বিম্ব হ’য়ে মদের ফেনায় উপচে পড়ে শারাব-খানার তোরণ-দ্বারের পথের ধুলায়।। ♥ ০ পরে পড়বো ১৫৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন