কবিতা - পলাশ-মঞ্জরী পরায়ে দে কাজী নজরুল ইসলাম গান পলাশ-মঞ্জরী পরায়ে দে লো মঞ্জুলিকা। আজি রসিয়ার রাসে হবো আমি নায়িকা লো মঞ্জুলিকা।। কৃষ্ণচূড়ার সাথে রঙ্গনে অশোকে বুলালো রঙের মোহন তুলিকা লো মঞ্জুলিকা।। মাদার শিমুল ফুলে, রঙিন পতাকা দোলে, জ্বলিছে মনে মনে আগুন শিখা লো মঞ্জুলিকা।। ♥ ০ পরে পড়বো ৯০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন