কবিতা - পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা কাজী নজরুল ইসলাম গান পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা! নওলকিশোর বাঁশরীওয়ালা।। তোমার নুপূর আমার চরণে আপনি সাধিয়া পরালে কালা।। নিভাইয়া মোর ভবন-প্রদীপ দেখালে নিখিল ভুবনে আলা।। কুল লাজ মান সকল হরি’ হরি করিলে মোরে ব্রজের বালা।। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন