কাজী নজরুল ইসলাম

কবিতা - সহসা কি গোল বাধাল পাপিয়া আর পিকে

কাজী নজরুল ইসলাম

সহসা কি গোল বাধাল পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে।।

নাই বৃষ্টি বাদল ওলো
দৃষ্টি কেন ঝাপসা হলো?
অশ্রু-জলের ঝালর দোলে চোখের পাতার চিকে।।

পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
মনে আমার পাইনে লো খেই;
কে যেন নেই, কি যেন নেই।
কে বনবাস্ দিল আমার মনের বাসন্তীকে।।

পরে পড়বো
৬৬
মন্তব্য করতে ক্লিক করুন