কবিতা - তোমার আকুল অলক- হানে কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা তোমার আকুল অলক- হানে গভীর ছায়া রবির করে। শুক্লা চতুর্দশীর শশী তোমার মুকুট, আঁধার হরে। ও-কস্তুরী-কালো কেশের নিশান ওড়ায় সন্ধ্যারানি, হেরে ও-মুখ,- উদয়-উষা- পাণ্ডুর চাঁদ ডুবে মরে।। ♥ ০ পরে পড়বো ১২০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন