খনা (ক্ষণা)

কবিতা - ভাদ্রের চারি আশ্বিনের চারি

খনা (ক্ষণা)

ভাদ্রের চারি আশ্বিনের চারি।
কলাই রোবে যত পারি।।

ব্যাখ্যা– :
ভাদ্রের শেষ চারি দিবস তথা আর।
আশ্বিনের প্রথম চারি সঙ্গে তার।।
এই অষ্টদিন মধ্যে বুনিবে কলাই।
প্রশস্ত সময় এই শুন সবে ভাই।।

পরে পড়বো
৩১
মন্তব্য করতে ক্লিক করুন