কবিতা - খনা বলে শুনে যাও খনা (ক্ষণা) অনুকাব্য খনা বলে শুনে যাও। নারিকেল মূলে চিটা দাও।। গাছ হয় তাজা মোটা। শীঘ্র শীঘ্র ধ’রে গোটা।। ব্যাখ্যা– : ধান্যের আগড়া দিলে নারিকেল মূলে শীঘ্র গাছ হয় মোটা শীঘ্র ফল ফলে।। ♥ ০ পরে পড়বো ১৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন