খনা (ক্ষণা)

কবিতা - শীষ দেখে বিশ দিন

খনা (ক্ষণা)

শীষ দেখে বিশ দিন।
কাটতে মাড়তে দশ দিন।।

ব্যাখ্যা– :
যেদিন ধানের শীষ উদগত হইবে।
বিশ দিন পরে তার কর্তন করিবে।।
মাড়িবার জন্য আর দশদিন দাও।
তারপর গোলা পূর্ণ করে তুলে নাও।।

পরে পড়বো
২৮
মন্তব্য করতে ক্লিক করুন