কবিতা - বাজার মোঃ আব্দুল মজিদ এনডিসি বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা চারিদিকে যাহাকিছু দেখি সব কিছুই কঠিন বিষে ভরা আবার সেই বিষ পেতে শরীরের তাবৎ রক্ত পানি করা! আমাদের শুষে খায়, কী দুর্জন কী দুর্মূল্যের এক বাজার! এই কি সেই দেশ? রক্ত দিয়ে কেনা, সোনার বাংলা আমার! ♥ ০ পরে পড়বো ২০৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন