গল্প যখন তোমার মতন        
তুমি তখন আমি আছি
আমি তখন গল্প হয়েই       
যেন তোমার কাছাকাছি    
দুজনে আজ বন্দী আছি
এমনই এক আজব বৃত্তে
তুমি আমি গল্প আছি
তবু কি যেন নাই চিত্তে

১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন