প্রত্যাবর্তন

মোঃ আব্দুল মজিদ এনডিসি

কবিতা, আমি আবার এসেছি ফিরে, নিশ্চয় এবার
তোমার চরণে আমার চারণা হবে রক্ত-চেতনার
অশ্ব ছুটিয়ে অষ্টদিগন্তের পানে     
সংঘাত দ্বিঘাত আজি, বাণীশুদ্ধি নব রূপায়ণে-
হয়তোবা সৈকতের মুনমুন, কখনো মাতঙ্গিনী
হাজেরা।আমি মির্জা গালিব, তুমি ষোড়শী তন্বি
আমি সুকান্ত, তুমি মোরগ কিংবা
সিগারেট। আমি হয়তোবা
উর্ধহস্তে পাড়ি দেবো রাজপথ- দুর্বার এক দৃর্নিবার
তুমি হবে রক্তাক্ত কবিতা-পোস্টার
কেবলই হবে ইতিহাস
আর আমি হবো আকাশ
দীগন্তজোড়া এক আকাশ
আকাশের ভেতরে আকাশ
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন