কবিতা - সেই ছক মোঃ আব্দুল মজিদ এনডিসি দেশাত্মবোধক কবিতা, রূপক কবিতা অবাক বাঙালি! তেপ্পান্ন বছর লেগে গেল একটি সলিডারিটি-ডে খুঁজতে? বলি তোমায়- আর কত কত শতাব্দী লাগবে সেই অপরিহার্য যাদুর ছকটি বুঝতে? সেই সে ছক, যে ছকে কেবলই বাঙালিই সেরা! তাই হবেনা আর ডামির সাথে যুঝতে। ♥ ০ পরে পড়বো ৩০৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন