আমি আজ কবিতা লিখেছি মেলা
জীবন ঘষে ঘষে জীবন্ত অঙ্গারে
তুমি না খেয়ে আছো দুবেলা
রোগশয্যায় কাতর গহীন-গহন আঁধারে
ভালোবাসা আজ কেবলই দ্রোহের খেলা
ওরা যে আজ ভাগ্যের ঠেলা খেয়ে
কেবলই উর্ধহস্ত নগ্নপায়ে
সারাদিন সারাবেলা
এ্যাসেম্বিলী হলের চারিধারে
বজ্রমিছিলে আকাশ মুখর করে।

২৪৬
মন্তব্য করতে ক্লিক করুন