সবার কিন্তু সবই হল আমার হল না,
একা মানুষ বসে থাকি নীরবে ভুগি যন্ত্রণা।
কর্মের প্রয়াসে সকাল থেকে ছুটে যাই কেবল,
বেলাশেষে বাড়ি ফিরি শরীরে পাই না বল।

দীর্ঘদিনের লড়াইয়ের পর প্রাপ্তি কোথায়,
মাথা উঁচু করে কি ছায়াকে দেখা যায়।
শব্দের মাঝে হারিয়ে ফেলি নিজের সত্তাকে,
বর্তমানের কথা ভাবলে আঘাত বিন্দে বিবেকে।

রাজনীতিতে শিকার হয়েছে কত শিক্ষিতরা,
চাকরি নেই চাকরি নেই বিতাড়িত যুবকেরা।
তাদের কথা ছাপা হয় না কোনো দৈনিক পেপারে,
সকাল হতে রাত্রি কাটে অপমান যাপন করে।

কষ্ট করলে ফল হবে শুনে হলাম বড়,
বর্তমানে কষ্ট নয়, রাজনীতি করো।
যে শিক্ষিত বেকারেরা ঘুরে বেড়ায় রাস্তায়,
তাদের নিয়ে এবার কি একটু ভাবা যায়?l

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন