ভালোবাসায় ভালোবাসায়

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

আশা মনে তোমাকে আমি ভালোবাসি
তুমি যে সাগরের মত উতাল পাতাল
তোর মত ভালবাসলে আমায়।
অন্ধকারের মতো মেঘলা তুমি
ছোয়া ছোয়া চলিয়া গেলা মনে পাখি
আকাশে উড়াইয়া আজরাত্রী সুপ্রীতি তুমি
গভীর নেশায় বাধন ছেড়া তুমি হলেন শ্রীদেবী।
তোমাকে ভালবাসি বলে
মনের কষ্ট নাজেহাল মতো
বুকে পাথরে চাপা দিয়ে রাখি।
মেঘলা তুমি মুখোশধারি মাইয়া
সমাজের সভ্যপরিবারে মেয়ে হয়ে
তোমার রুপবতী আগুনের ছোয়া পুড়িয়া আমি ছাই।
তোমাকে ভালো বাসি বলে
হাজারো কষ্ট গুলো বুকে চাপা রাখি
মেঘলা তুমি কি দোষে চলিয়া গেলা
বলোনা আমায়।
মন ভাঙ্গা ও মানুষের কষ্ট গুলো
একদিন হবে তুমি ছাই
তোমায় কত ভালোবাসি বুজবে সেদিন
হয়তো সেইদিনে পাবে না আমায়।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন