ক্ষমতা লোপাট
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
যত আঘাত করো না কেনো,
সত্য দাপটে বিজয় হবে এতদিন,
অসত্য নিয়ম খেলা থাকে কিছুক্ষন,
ক্ষমতা বেশিদিন থাকে না,
অহংকার করা ভালো না,
যারা ক্ষমতা দোহাই করতেছো বিশৃঙ্খলা,
ওই নরপশু পাপী তোরা করিস না তোদের পাপে ভয়।
সেই দিন তোদের সময় শেষ,
পালানো মতো পথ খুজে পাবে না।
যত পারিস দুর্নীতি ও জুলুম ক্ষমতা মাঝে।
একদিন সবই হিসাবে দিতে হবে গন্ডা গন্ডা।
ক্ষমতা মাঝে লাঠিসোটা,রড-হাতুরি,অস্ত্রের ঝনঝনারি
সন্ত্র্যাস তৈরি করছো আড্ডা
দেশে এখন স্বাধীন নেই বললে চলে,
ন্যায়বিচারক ও সত্য কথা দাম নেই।
অরাজকতা মানাইছে শুধু ক্ষমতা,
সেই ক্ষমতা শেষ হবে যখন দেখবি তোর পাশে কেউ নেই।
তখন দেখবা জনতা মাঝে কোথায় নেই,
ক্ষমতা থাকলে অপ্রভাব করতে নাই,
চিরস্থায়ী নয় ক্ষমতা দাপট।
সত্য দাপটে বিজয় হবে এতদিন,
অসত্য নিয়ম খেলা থাকে কিছুক্ষন,
ক্ষমতা বেশিদিন থাকে না,
অহংকার করা ভালো না,
যারা ক্ষমতা দোহাই করতেছো বিশৃঙ্খলা,
ওই নরপশু পাপী তোরা করিস না তোদের পাপে ভয়।
সেই দিন তোদের সময় শেষ,
পালানো মতো পথ খুজে পাবে না।
যত পারিস দুর্নীতি ও জুলুম ক্ষমতা মাঝে।
একদিন সবই হিসাবে দিতে হবে গন্ডা গন্ডা।
ক্ষমতা মাঝে লাঠিসোটা,রড-হাতুরি,অস্ত্রের ঝনঝনারি
সন্ত্র্যাস তৈরি করছো আড্ডা
দেশে এখন স্বাধীন নেই বললে চলে,
ন্যায়বিচারক ও সত্য কথা দাম নেই।
অরাজকতা মানাইছে শুধু ক্ষমতা,
সেই ক্ষমতা শেষ হবে যখন দেখবি তোর পাশে কেউ নেই।
তখন দেখবা জনতা মাঝে কোথায় নেই,
ক্ষমতা থাকলে অপ্রভাব করতে নাই,
চিরস্থায়ী নয় ক্ষমতা দাপট।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন