মহ:মহসিন হাবিব

কবিতা - আমি রেবেকা বলছি

মহ:মহসিন হাবিব

আমি রেবেকা বলছি (রেবেকা মাকটিভিস)
(Rebecca Thompson McTavish)

মহ: মহসিন হাবিব

আমি রেবেকা বলছি…

ওগো মধুকর বাল্মিকী! শুনছো–
শকুন্তলার হৃদে শ্মশানের ছায়াপথ
নীলনয়ন জুড়ে ব্যথার নকসী কাঁথা
স্নেহ হারা জর্জ জেমস ফিজি ও বার্থা।
গোধূলির সূর্য রাতের পৃথিবীতে সায়ংকালের তারা
আত্মবিলাপে সখি তোমার ঝরা কৃষ্ণচূড়া।

আমি রেবেকা বলছি…

ওগো বঙ্গভাষার অমিত্রাক্ষর স্বামী–
কাক ও শৃগালীর মতো করি জীবন যাপন
কেনো সারিকার বুকে এখনও দ্বেষ বর্ষণ!
যমুনা তটে মেঘদূত হয়ে শোনাও প্রতিধ্বনি
নন্দন কাননের বটবৃক্ষ!তুমি যে মাথার মনি।

আমি রেবেকা বলছি…

ওগো কবিতার সৃষ্টিকর্তা! শুনছো —
ক্ষয় রোগে তোমার বউ তিলে তিলে বিদ্ধ
পরেশনাথ গিরির সাথে অনুযোগহীন গদাযুদ্ধ।

হে কবি কালিদাস! নূতন বৎসরের নিবেদন
দাও দেখা, পরলোক পর্যন্ত এই আবেদন।

৩৪৯
মন্তব্য করতে ক্লিক করুন