মহ:মহসিন হাবিব

কবিতা - আমি রেবেকা বলছি

লেখক: মহ:মহসিন হাবিব

আমি রেবেকা বলছি (রেবেকা মাকটিভিস)
(Rebecca Thompson McTavish)

মহ: মহসিন হাবিব

আমি রেবেকা বলছি…

ওগো মধুকর বাল্মিকী! শুনছো–
শকুন্তলার হৃদে শ্মশানের ছায়াপথ
নীলনয়ন জুড়ে ব্যথার নকসী কাঁথা
স্নেহ হারা জর্জ জেমস ফিজি ও বার্থা।
গোধূলির সূর্য রাতের পৃথিবীতে সায়ংকালের তারা
আত্মবিলাপে সখি তোমার ঝরা কৃষ্ণচূড়া।

আমি রেবেকা বলছি…

ওগো বঙ্গভাষার অমিত্রাক্ষর স্বামী–
কাক ও শৃগালীর মতো করি জীবন যাপন
কেনো সারিকার বুকে এখনও দ্বেষ বর্ষণ!
যমুনা তটে মেঘদূত হয়ে শোনাও প্রতিধ্বনি
নন্দন কাননের বটবৃক্ষ!তুমি যে মাথার মনি।

আমি রেবেকা বলছি…

ওগো কবিতার সৃষ্টিকর্তা! শুনছো —
ক্ষয় রোগে তোমার বউ তিলে তিলে বিদ্ধ
পরেশনাথ গিরির সাথে অনুযোগহীন গদাযুদ্ধ।

হে কবি কালিদাস! নূতন বৎসরের নিবেদন
দাও দেখা, পরলোক পর্যন্ত এই আবেদন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন