আমার চাওয়া প্রতাখ্যাত হতে পারে,
তবুও আমি চেয়েছি।
আমার কথা শ্রুতিমধুর নাও হতে পারে,
তবুও আমি বলেছি।
আমার ভাবনা অগ্রহণযোগ্য হতে পারে,
তবুও আমি তুলে ধরেছি।

আমি চাই না সমর্থন,
আমি ভাবি না সে কি সফলতা,
আমি দেখিনা তার চিত্র,
আমি শুনিনা তার পরিণাম|

আমি নিরপেক্ষ, আমি অটল,
আমি সত্য, আমি কঠিন।
আমি নিয়ম, আমি জীবন,
আমি বাস্তবতা, আমি ভুবন।

আমি আকাশ, আমি বাতাস,
আমি সূর্য, আমি উজ্জ্বল আলো।
আমি পথিক, আমি গন্তব্য,
আমি অমোঘ, আমি চিরকাল।

৯২
মন্তব্য করতে ক্লিক করুন