আসুন ভাই বসুন
কি হবে কথা
মনে অনেক ব্যথা
দীর্ঘদিনের অপেক্ষা।।
কি হয়েছে না বলা কথা,
কি বলবো মহাশয়
মহোদয়ের নিয়মেই
নাকি সব হয়।।
তাইতো দেখি চলেই তো সেকি
ফুরসত নাহি মেলে ভার
সবই হয় তবে
মেলে টাকার গন্ধে।।
তাহলে দেশকে যে বলে ভালোবাসি!!
বাসি তো কবিতার খাতায়
লেখনির পাতায়
গানেরও সুরে
হয়তো সে মহাশয় এমনই হয়।।
কিন্তু আজও দেখি চব্বিশের প্রান্তরে
জেগে ওঠে দেশকে ভালোবাসার কাহিনী
লাল গোলাপকে ছিনিয়ে আনতে নয়
সাজাতে; দেশের জন্য রাঙাতে
মুক্তিযুদ্ধ শুধু বুলি নয়
এ মোর চেতনা
অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধ:
বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ
স্বাধিনতার এ সংগ্রাম
আমাদের চেতনা
দীর্ঘ দিনের চেতনা
লালন করি হৃদয়ে
নীরবে নিভৃতে
আমি গড়বো আমার বাংলা
এ মোর প্রত্যয়।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন