তাবলীগ জামাতে: আমার সফর
মো: সাব্বির খান
তাবলীগের পথ, শান্তির সুর,
এখানে মেলে প্রশান্তি, পবিত্র নূর।
প্রতিটি সফর, নতুন শিক্ষা দেয়,
আত্মশুদ্ধির পথে আমায় নেয়।
মসজিদের বুকে রাতের নিস্তব্ধতা,
ইবাদতের মাঝে খুঁজে পাই যথার্থতা।
কান্নায় ভিজে যায় হৃদয়ের কোণ,
রাব্বের দরবারে দিই আমার মন।
চিল্লার চলা, তিন দিনের তরে,
বিশ্বের পথে দাওয়াতের সফরে।
নতুন দেশ, নতুন মানুষ দেখি,
তাদের মাঝে আলোর পথ বেঁধে রাখি।
সংকল্পে ভরা প্রতিটি দিন,
তাবলীগের পথে অনুপ্রেরণা সুকিন।
নিঃস্বার্থ সেবা, নম্রতার শপথ,
আমার জীবন পায় আলোকিত পথ।
ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত প্রাণ,
এই দাওয়াতে মিলেমিশে সবুজ সপান।
ভবিষ্যতের প্রহরে এক নব চেতনা,
তাবলীগের পথে চলি, পাই আত্মশুদ্ধির সোনা।
এখানে মেলে প্রশান্তি, পবিত্র নূর।
প্রতিটি সফর, নতুন শিক্ষা দেয়,
আত্মশুদ্ধির পথে আমায় নেয়।
মসজিদের বুকে রাতের নিস্তব্ধতা,
ইবাদতের মাঝে খুঁজে পাই যথার্থতা।
কান্নায় ভিজে যায় হৃদয়ের কোণ,
রাব্বের দরবারে দিই আমার মন।
চিল্লার চলা, তিন দিনের তরে,
বিশ্বের পথে দাওয়াতের সফরে।
নতুন দেশ, নতুন মানুষ দেখি,
তাদের মাঝে আলোর পথ বেঁধে রাখি।
সংকল্পে ভরা প্রতিটি দিন,
তাবলীগের পথে অনুপ্রেরণা সুকিন।
নিঃস্বার্থ সেবা, নম্রতার শপথ,
আমার জীবন পায় আলোকিত পথ।
ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত প্রাণ,
এই দাওয়াতে মিলেমিশে সবুজ সপান।
ভবিষ্যতের প্রহরে এক নব চেতনা,
তাবলীগের পথে চলি, পাই আত্মশুদ্ধির সোনা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন