সেদিন তুমি এলে মাগো আমার ঘরে
তখন আমি দূরে,মাগো,অনেক দূরে
আমার ঘরে আলো করে
আলো করে মাগো
সেদিন তুমি এলে
আমি দূরে,মাগো,
তখন আমি অনেক দূরে
তোমার ছবি তোমার রূপ
সারা বছর মনের খুশি
বুকের হৈ চৈ
খালি খালি লাগে
মনে হয়
তুমি কই! তুমি কই!
তুমি এলে বছর পর
দূরে আমি আমার ঘর
খাঁ খাঁ করে আমার বুক
অসম্পূর্ণ আমার সুখ
তোমার দর্শন মুঠোফোনে
সেদিন তুমি এলে মাগো আমার ঘরে
তখন আমি দূরে,মাগো,অনেক দূরে
মাগো আমি মূর্খ আমি অজ্ঞ
আশীর্বাদ কর
জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন