আমি কি যেন খুঁজে বেড়াচ্ছি
এদিক ওদিক মুঠোফোনে
মুঠোফোন থেকে একের পর এক
কাহিনী আষ্টে-পৃষ্টে ধরছে আমায়
আমি ক্রমে শিথিল হয়ে আসছি
আমার আমিকে ধরে রাখতে
প্রাণপণ চেষ্টা করছি
আমার মুঠোফোন আর আমার
সেই যুদ্ধ দেখতে কারা যেন আড়ি পাতছে
গোপন কান গোপন চোখ
আমার অবস্থা দেখতে
লাগাতার চেষ্টা চালাচ্ছে
আমার কি তাও শেষ আছে?
আমার কি খোঁজার বিরাম আছে?
এদিক-ওদিক মুঠোফোনে
আমি খুঁজছি আর ক্রমে সমস্ত আবেগ অনুভূতি ফেলে
হারিয়ে যাচ্ছি
আমি কি ক্রমেই নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছি?
আমার মুঠোফোনের পর্দার আবেগ ঘন মুহুর্তে কি ছন্দ পতন আমার এগিয়ে চলা?

আমি কি যেন খুঁজে বেড়াচ্ছি মুঠোফোনে
মুঠোফোন থেকে একের পর এক কাহিনী
আষ্টেপৃষ্টে ধরছে আমায়…

৭৯
মন্তব্য করতে ক্লিক করুন