পাহাড়ের ধাপে ধাপে কি কি যেন লুকিয়ে থাকে ।
আর কি কি তুমি খোঁজ? আমি যে পাগল পারা
তোমার ভাবেতে সারা,তুমি কি আমার মনের কথাটা বোঝ?
ছুটনত ঝর্ণা তীরে তোমার সাথে ধীরে ধীরে লুকিয়ে থাকি গাছ পাথরের পাশে ।তোমার বুকের মধু যত খাই ততই শুধু
তোমার ঠোঁট আমার পাশে হাসে উষ্ণ আলিঙ্গনে । সবাই যখন খোঁজে,ভাবে হারিয়েছি বুঝি – আমি তখন খুঁজি, যাকে আমি বুঝি অমূল্য রতন। সে রতন কি,কাকে যে বলি,সে যে তোমার সঙ্গে ভ্রমণ। পাহাড়ে ঠান্ডা হাওয়া দেয় । আমি তোমাকে জড়িয়ে ধরি । আরও কাছে।

১০৪
মন্তব্য করতে ক্লিক করুন