ভেসে থাকা

মুহম্মদ জাফর ইকবাল মুহম্মদ জাফর ইকবাল

মাটি থেকে ভেসে থাকা সোজা একটা কাজ
কেমন করে করতে হয় শিখিয়ে দেব আজ।

তুমি তুলবে আমাকে এই রকম করে,
আমি তুলব তোমাকে শক্ত করে ধরে।
তারপরে
দুইজন দুইজনকে ধরে রাখব মাটির উপরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন