ছাই
মুহম্মদ জাফর ইকবাল
"যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখ তাই,
পাইলে পাইতে পার অমূল্য রতন।"
(এমন বোকা আমি দেখি নাই তোমার মতন!)
উড়াইয়া দেখি ছাই
পাবলিকের পিটা খাই?
ভেবেছটা কী
আমার মাথায় বুঝি কোনো ঘিলু নাই?
উড়াইয়া দেখ তাই,
পাইলে পাইতে পার অমূল্য রতন।"
(এমন বোকা আমি দেখি নাই তোমার মতন!)
উড়াইয়া দেখি ছাই
পাবলিকের পিটা খাই?
ভেবেছটা কী
আমার মাথায় বুঝি কোনো ঘিলু নাই?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন