আব্দুর রহমান আনসারী

কবিতা - বোম নয়, রুটি চাই

লেখক: আব্দুর রহমান আনসারী

যুদ্ধোন্মত্ত পৃথিবী।
মিথ্যা দম্ভ, ক্রোধ,
দ্বেষ–——–
রচেছে মহারণ-নীতি।
তার’ই হাত ধরে,
এ পোড়া দেশেও
‘অপ্সরা’, ‘পোখরান’,
আরও কত ‘পৃথ্বী’
শান্তির নীলাকাশে
ব’য়ে আনে
হতাশার কালো মেঘ।

নিরাশায় ধুকে ধুকে
হ’ল যারা বীতকাম!
তারই তরে
শান্তির ‘সম-গান’-এ
রচি নব ইতিহাস,
রণ-ভূমের আহ্বান ত্যাজি,
বলে শোন জনগণ,
“হে যুদ্ধোন্মত্ত যন্ত্রসভ্যতা,
‘বোম্ নয়, রুটি’ দাও
কারন––——–
‘রুটিহীন’ এ পৃথিবী
চায়না’ক মহারণ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন