আব্দুর রহমান আনসারী

কবিতা - দেশের রাজা

লেখক: আব্দুর রহমান আনসারী

রাজা আসে, রাজা যায়
নীল জামা গা’য়
লাল জামা গা’য়।
রাজত্ব বদলায়।

ছলে-বলে সফলকাম
দেশের রাজা অতিবাম,
জপে সদায় রামনাম
রং যে প্রিয় ঘনশ্যাম।

রাজা আসে ঘুরেফিরে
ভিখ্ চায় সে দ্বারে দ্বারে,
রাজা দেশের জনগণে
শোনায় শপথ মনেপ্রাণে।
দেশ সেবায় দশের তরে
আনবে সুদিন ঘরে ঘরে।

দেশের রাজা হাউই চড়ে,
দেশ বিদেশে বেড়ায় উড়ে।
প্রতিশ্রুতির ফাঁকা বুলি,
রাজা শুধুই যায় যে ভুলি।

বেনিয়াদের খুশির দিন,
শকুনি দেয় কৃষি-ঋণ।
কৃষি-ঋণের ফাঁদে পড়ে,
মরছে চাষী ঘরে ঘরে।

কলকারখানায় ঝুলছে তালা,
এবার মজুর মরার পালা।
চাটুকারের দারুণ দাপে,
কাটায় যে দিন অনুতাপে।

আনাজপাতির দাম আগুন,
বাড়ছে ক্রমেই চর্তুগুন।
শিক্ষা এখন পণ্য যেন,
চিকিৎসাতেও মূল্য গনো।

কাটল এমনই বছর পাঁচ,
জনতার মন করে আচ
রাজা ক’রে ফন্দিফিকির,
নতুন বেশে হয় হাজির।
উন্নয়নের গল্প শোনায়,
জনগণে ভোলায় মায়ায়।

বলে শোন অকিঞ্চনে,
শত্রু-মিত্র লও গো চিনে।
নইলে শুধুই গরল পানে,
মারবে তুমি আত্মজনে।
তোমার একটি ছোট্ট ভুলে
যাবে যে দেশ রসাতলে।

রচনাকাল……….১২/১০/২০২০

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন