এক বিংশ শতাব্দীর উন্নত ভারত,
সমৃদ্ধ ভারতের শক্ত মাটিতে দাঁড়িয়ে;
চেরনোবিলের বিষাক্ত হাওয়া আর
ভূপালের কালো মেঘে,
গ্যালিলিওর ওপড়ানো চোখ আজও
দ্যাখে পৃথিবীর ঘূর্ণন।
আজও আমরা আদিম বর্বর হিংস্রতায়,
পথে-ঘাটে, রাজপথে লুঠে নিই;
মাতৃত্বের অহংকারে গড়া সুমহান
ভারতীয় সভ্যতার নারীত্ব!
নির্ভয়া-দামিনী-কামদুনি,
শাদা কাপড়ে শান্তির ঘুমে লীন হয়।
ঝাঁ চকচকে নগরীর নির্জনতা
অরণ্যের গভীর শেকড়ে কিম্বা
নিয়ন আলোর মায়াবী রেস্তোরাঁয় নারী;
শুধুই ভোগ্যপণ্য। হায়রে ভারত!
স্লোগানে প্লাবনে আবেগী ভাষণে কথনে নয়,
নারী তুমি জাগো!
সভ্যতা মদদর্পী আশুরিক বিষনখরকে
ভেঙে গুঁড়িয়ে দিতে আত্ম-শক্তিতে বলিয়ান
তোমাকে জাগতেই হবে।
রচনাকাল ২৭/০৩ ২০২৩
১০ই শ্রাবণ ১৪৩০
মন্তব্য করতে এখানে ক্লিক করুন