দেখতে চেয়েছিলে \’জগৎটা\’কে
তোমার দ্যা খা হয়নি।
\’পাতাল ফুঁড়ে\’ নামতে চেয়েছিলে,
পারনি তুমি নামতে।
আমরা, এখন——-
\’আপন হাতের মুঠো\’য় দেখছি দুনিয়া।
\’সিন্ধু সেঁচে মুক্তা\’ এনেছি।
আকাশের সীমা পার করে
মহাবিশ্বে পাখা মেলেছি।
এ সবই তুমি চেয়েছিলে।
চৌত্রিশ বছর,
তোমার মৌনতা,
নির্বাক অপলক দৃষ্টি,
আমরা দেখেছি।
তবু——-
কখনও ভাবিনি,
তোমাকে তোমারই মত।
আজও
\’উৎপীড়িতের ক্রন্দন রোল\’
\’আকাশে-বাতাসে\’
মাঠে-ময়দানে,
ধ্বনিত-প্রতিধ্বনিত হয়।
এখন তুমি,
না-ফেরার দেশে!
এ ঘোর সংকটে,
\”যুগের না হয়, হুজুগের কবি\”
জাগাতে দেশ, নবযৌবন,
কে ধরিবে হাল, আছে কার হিম্মত!\”
তাই, আজও প্রতিক্ষায়,
কবি, নজরুল।
রচনাকাল…../// ১৯/০৭/২০২০
মন্তব্য করতে এখানে ক্লিক করুন