কবিতা - পাথর নাকি আব্দুর রহমান আনসারী ছড়া, রূপক কবিতা বিপন্নতার মাঝেও কাঁদিনা। শারীরিক ক্লেশেও নই অবসন্ন। অগনন মৃত্যু-মিছিলেও নই বিচলিত। শিশুর অনাবিল হাসিতে বিরক্তি আসে। অকারন তন্দ্রা আসে সুস্থ-সতেজতায়। আমি কি পাথর………? ♥ ০ পরে পড়বো ১৭৮ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন