আমরা পাপী
পারভেজ আহমেদ সাগর
আমরা পাপী অধম মানব
তুমি খোদা নিরাকার
তোমার কথায় সৃষ্টি হলো
সাত আসমান আর দুনিয়ায়।
আমরা পাপী অধম মানব।
গ্রহরা সব ঝুলে থাকে,
অসীমের ঐ শূন্যতায়,
কোটি কোটি নক্ষত্রেরা,
জ্বলছে যে তোমার কথায় -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
আসমান আর এই দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
সৃষ্টিরা সব সিজদাহ্ করে,
যখন যাহার মনে চায়,
আকাশ পাতাল মুখরিত,
খোদা তোমার প্রশংসায়-
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
জান্নাতের সব নাজ নিয়ামত,
দিবে তুমি উপহার,
বাড়ি গাড়ি পরে রবে,
পরে রবে জগত সংসার,
আমরা পাপী অধম মানব।
মাটির দেহ মাটি খাবে,
কবরের গহীন ঘরে,
পোকামাকড় বাঁধবে বাসা,
দেহের বক্ষ পিঞ্জরে -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়।
প্রকাশকাল :১১-১১-২৪
তুমি খোদা নিরাকার
তোমার কথায় সৃষ্টি হলো
সাত আসমান আর দুনিয়ায়।
আমরা পাপী অধম মানব।
গ্রহরা সব ঝুলে থাকে,
অসীমের ঐ শূন্যতায়,
কোটি কোটি নক্ষত্রেরা,
জ্বলছে যে তোমার কথায় -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
আসমান আর এই দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
সৃষ্টিরা সব সিজদাহ্ করে,
যখন যাহার মনে চায়,
আকাশ পাতাল মুখরিত,
খোদা তোমার প্রশংসায়-
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
জান্নাতের সব নাজ নিয়ামত,
দিবে তুমি উপহার,
বাড়ি গাড়ি পরে রবে,
পরে রবে জগত সংসার,
আমরা পাপী অধম মানব।
মাটির দেহ মাটি খাবে,
কবরের গহীন ঘরে,
পোকামাকড় বাঁধবে বাসা,
দেহের বক্ষ পিঞ্জরে -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়।
প্রকাশকাল :১১-১১-২৪
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন