চেতনার ঘরে তালা
পারভেজ আহমেদ সাগর
আমরা আর ভাল নেই তেমন,
করে যাচ্ছি ন্যায় অন্যায় সব,
কেউবা খায় উদোম কেলানি,
ভাল কাজে কেউ পায় এওয়ার্ড,
কেউ পায় দেশজুড়ে কুখ্যাতি!
লোকের কথায় চিলের পিছু ছুটি,
ভাল মানুষদের করি গালমন্দ,
আদর আপ্যায়ন করি মন্দদের,
কোন কাজে থেমে নেই হাত দুটি।
ভাবি না আগে সত্যি-মিথ্যা,
কিংবা কে খারাপ-ভালা,
যা শালা -
তবে চেতনার ঘরে দিলাম তালা!
করে যাচ্ছি ন্যায় অন্যায় সব,
কেউবা খায় উদোম কেলানি,
ভাল কাজে কেউ পায় এওয়ার্ড,
কেউ পায় দেশজুড়ে কুখ্যাতি!
লোকের কথায় চিলের পিছু ছুটি,
ভাল মানুষদের করি গালমন্দ,
আদর আপ্যায়ন করি মন্দদের,
কোন কাজে থেমে নেই হাত দুটি।
ভাবি না আগে সত্যি-মিথ্যা,
কিংবা কে খারাপ-ভালা,
যা শালা -
তবে চেতনার ঘরে দিলাম তালা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন