পারভেজ আহমেদ সাগর

কবিতা - ওগো প্রিয় মোর

লেখক: পারভেজ আহমেদ সাগর

তুমি রূপসী ওগো প্রিয় মোর
যেন চাঁদের কোন অস্পরী,
রাতের আকাশের পরী এক
আমি রোজ মায়ায় পরি।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
যেন সাগরের জলপরী,
সিন্দাবাদও পাগল হবে রূপে
স্নো হোয়াইট যাবে হারি।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
যেন স্বর্গ থেকে আসা,
তব ছায়ার সঙ্গী হবো আমি
যেমন জলে ছবি ভাসা।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
মমতাজ তব তুল্য নয়,
তোমায় দেখার প্রতিক্ষায়
সবে পথ চেয়ে রয়।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
রূপে নূরের ঝলকানি,
সূর্য মেঘের আড়ালে লুকালেও
আলোকিত থাকে অবনী ।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
চুল যেন পাহাড়ি নদী,
হরিণীর ন্যায় মায়াবী চোখ
হারাবো সেথা নিরবধি ।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
যেন স্বর্ণলতা মাখা হাত,
তোমার আলতা মাখা পা দ্বয়
যেন সূর্যোদয়ের প্রভাত ।
তুমি রূপসী ওগো প্রিয় মোর
মোর মন নিয়েছ কাড়ি,
ও-ই মায়া চোখে দুচোখ রেখেই
যাবো পৃথিবী ছাড়ি !

৪৬১
মন্তব্য করতে ক্লিক করুন