রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমার এ গান ছেড়েছে তার

রবীন্দ্রনাথ ঠাকুর |

আমার এ গান ছেড়েছে তার
সকল অলঙ্কার
তােমার কাছে রাখেনি আর
সাজের অহঙ্কার!
অলঙ্কার যে মাঝে পড়ে,
মিলনেতে আড়াল করে,
তােমার কথা ঢাকে যে তার
মুখর ঝঙ্কার।

তােমার কাছে খাটে না মাের
কবির গরব করা,
মহাকবি, তােমার পায়ে
দিতে চাই যে ধরা
জীবন লয়ে যতন করি
যদি সরল বাঁশি গড়ি,
আপন সুরে দিবে ভরি
সকল ছিদ্র তার।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন