কবিতা - বসন্তের আসরে ঝড় রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য বসন্তের আসরে ঝড় যখন ছুটে আসে মুকুলগুলি না পায় ডর, কচি পাতারা হাসে। কেবল জানে জীর্ণ পাতা ঝড়ের পরিচয়— ঝড় তো তারি মুক্তিদাতা, তারি বা কিসে ভয়। ♥ ০ পরে পড়বো ৯৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন