রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - যদি জোটে রোজ

রবীন্দ্রনাথ ঠাকুর

যদি জোটে রোজ
এমনি বিনি পয়সায় ভোজ।
ডিশের পরে ডিশ
শুধু মটন কারি ফিশ,
সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার বয়াল ভোজ।
পরের তহবিল
চোকায় উইল্‌সনের বিল-
থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।।

পরে পড়বো
৫৩
মন্তব্য করতে ক্লিক করুন